ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৩, ফেব্রুয়ারি ৫, ২০২১
কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ট্রেনের ধাক্কায় সোহেল রানা (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে কালীগঞ্জ উপজেলার বাবরা রেল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সোহেল রানা উপজেলার খামারমুন্দিয়া গ্রামের আব্দুল আলীমের ছেলে। তিনি কালীগঞ্জের সরকারি মাহাতাব উদ্দিন কলেজের ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানান, সকালে সোহেল বাড়ি থেকে বের হয়ে মাঠে যাচ্ছিলেন। পথে বাবরা রেল গেটের কাছে খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ
এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।  

কালীগঞ্জের মোবারকগঞ্জ রেল স্টেশনের মাস্টার জামাল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে স্বজনরা সোহেলের মরদেহ বাড়ি নিয়ে গেছেন।  

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।