ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

সিলেটে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৯, ফেব্রুয়ারি ৪, ২০২১
সিলেটে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

সিলেট: সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার জাঙ্গাইল এলাকায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত অটোরিকশাচালক আব্দুল মালেক জালালাবাদ থানার মোগলগাঁও ইউনিয়নের কিত্তারগাঁওয়ের মৃত আব্দুল জলিলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় জাঙ্গাইল এলাকায় সুনামগঞ্জগামী একটি মাইক্রোবাসের সঙ্গে সিলেটগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক মালেকের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন আরও চারজন। আহতদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এছাড়া দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টিও জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২১
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।