ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

রামপালে হরিণের মাংসসহ বাবা-ছেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৪, ফেব্রুয়ারি ২, ২০২১
রামপালে হরিণের মাংসসহ বাবা-ছেলে আটক হরিণের মাংসসহ আটক বাবা-ছেলে। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাটের রামপাল উপজেলায় দুইটি হরিণের মাথা ও ৪২ কেজি মাংসসহ বাবা-ছেলেকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা।  

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের (এসপি) কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মীর মো. শাফিন মাহমুদ।

 

এর আগে ভোরে উপজেলার বগুরা ব্রিজ সংলগ্ন বগুরা খালের পাড় থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- একই উপজেলার ঝনঝনিয়া গ্রামের বাসিন্দা আব্দুর রহমান শেখ (৫২) ও ছেলে মোস্তাকিন শেখ (২৭)।  

সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন তথ্যের ভিত্তিতে ভোরে রামপালে বগুরা নদীর তীরে অভিযান চালিয়ে দুইটি হরিণের মাথা ও ৪২ কেজি মাংসসহ পাচারকারী বাবা-ছেলেকে আটক করা হয়। তারা সুন্দরবন থেকে ফাঁদ পেতে হরিণ শিকারের পর এর মাংস পাচারের জন্য ওই জায়গায় অপেক্ষা করছিলেন। আটকদের বিরুদ্ধে রামপাল থানায় মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২১
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।