ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

বগুড়ায় নব্য জেএমবি নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৬, ফেব্রুয়ারি ২, ২০২১
বগুড়ায় নব্য জেএমবি নেতা আটক

বগুড়া: বগুড়ায় নগদ অর্থ ও জিহাদি বইসহ মোহাম্মাদ কামরুজ্জামান (৪২) নামে নব্য জেএমবি এক সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় ৷

আটক মোহাম্মাদ কামরুজ্জামান নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার শাহাজাদপুর গ্রামের মৃত আব্দুল হাফিজের ছেলে।

তিনি রাজধানীর কলাবাগান এলাকায় থাকতেন।

বগুড়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে শাজাহানপুর উপজেলার বনানী বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। এসময় কামরুজ্জামানের ব্যাগ তল্লাশি করে ৩ লাখ ৩৮ হাজার ৬৩১ বাংলাদেশি টাকা ও বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। যার মধ্যে সৌদি রিয়াল ও মালয়েশিয়ান রিংগিত রয়েছে। সেইসঙ্গে ১৬টি জিহাদি বইও উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে নব্য জেএমবির বাইতুলমাল বিভাগের দায়িত্বে আছে বলে জানিয়েছেন। দাওয়াতি কাজ ও অর্থ সংগ্রহের জন্য দেশের বিভিন্ন জেলায় ভ্রমণ করতেন। নব্য জেএমবির কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।