ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

ফতুল্লায় চোর চক্রের ৬ জন আটক, ৪ মোটরসাইকেল উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৮, নভেম্বর ২২, ২০২০
ফতুল্লায় চোর চক্রের ৬ জন আটক, ৪ মোটরসাইকেল উদ্ধার 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন।  

এর আগে দুপুরে শহীদ নগর এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- আড়াইহাজারের রামচন্দ্রাদী গ্রামের রিপন মিয়ার ছেলে শাহ পরান (২১), ফতুল্লার দাপা ইদ্রাকপুরের মৃত আজিজের ছেলে শাহ আলম (৫০), আড়াইহাজারের নয়াপাড়ার মৃত হাসমতের ছেলে সুমন (৩৫), ফরিদপুরের বোয়ালমারীর চন্দ্রাদী গ্রামের আকবর মোল্লার ছেলে তুহিন মোল্লা (২৭), আড়াইহাজারের বিনাইচরের মান্নান মিয়ার ছেলে ইয়াসিন মিয়া (২২) ও একই এলাকার সোলায়মান মিয়ার ছেলে হাবিবুর রহমান (২৫)।  

ওসি আসলাম হোসেন জানান, আটকরা ফতুল্লা থানার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে জেলাজুড়ে বিক্রি করতেন। তাদেরকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।