ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

আরএমপির অভিযানে আটক ৩৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৫, অক্টোবর ২৮, ২০২০
আরএমপির অভিযানে আটক ৩৪

রাজশাহী: রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অভিযানে ৩৪ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।

 

বুধবার (২৮ অক্টোবর) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, মহানগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ৩৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে নগরীর বোয়ালিয়া মডেল থানা সাত জন, রাজপাড়া থানা তিন জন, চন্দ্রিমা থানা দু’জন, মতিহার থানা তিন জন, কাটাখালী থানা দু’জন, বেলপুকুর থানা এক জন, শাহমখদুম থানা এক জন, পবা থানা ছয় জন, কাশিয়াডাঙ্গা থানা চার জন, কর্ণহার থানা এক জন, দামকুড়া থানা দু’জন ও ডিবি পুলিশ দু’জনকে আটক করে। আটকদের মধ্যে ২২ জন ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া ছয়জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে আরও ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।  

অভিযানে মোট ৫৮ গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ