ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

হাসপাতালগুলোকে কম লাভ করে পুনর্বিনিয়োগের অনুরোধ আইন উপদেষ্টার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৬, আগস্ট ১৬, ২০২৫
হাসপাতালগুলোকে কম লাভ করে পুনর্বিনিয়োগের অনুরোধ আইন উপদেষ্টার অনুষ্ঠানে বক্তব্য রাখছেন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

ঢাকা: দেশের বেসরকারি হাসপাতালগুলো যে লাভ করে সেখান থেকে ১০ শতাংশ কম লাভ করে। সেটা হাসপাতাল ও কর্মকর্তা কর্মচারীদের জন্য পুনর্বিনিয়োগের অনুরোধ জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

 

তিনি বলেন, বাংলাদেশের কোন মানুষটা বিদেশে যেতে চায়। দেশে সেবা পেলে কেন বিদেশ যাবে। আমি আপনাদের কাছে যে সেবাটা পাই সেটা যেন দেশের প্রতিটা মানুষ পায়। আমার অনুরোধ এখন আপনারা যে লাভ করেন সেখান থেকে ১০ শতাংশ লাভ কম করেন। সেই টাকা হাসপাতাল, নার্সসহ অন্যান্য কর্মচারীদের মন ভালো করতে ব্যয় করার অনুরোধ করেন। তাহলে বাংলাদেশ থেকে রোগীরা বিদেশ কম যাবে। হাসপাতালের অবস্থা ভালো হবে।

শনিবার (১৬ আগস্ট) শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিওএ) এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, সংবিধানে রাষ্ট্রের প্রাথমিক যে দায়িত্ব সেখানে দুইটি কথা বলা হয়েছে। একটা হচ্ছে নিউট্রিশনের মান ক্রমানয়ে উন্নত করা। আরেকটা হচ্ছে জনস্বাস্থ্য নিশ্চিত করা। রাষ্ট্রের প্রতিটি মানুষের স্বাস্থ্যের কথা বলা আছে। এছাড়া নাগরিকদের ৫টি মৌলিক অধিকার তারমধ্যেও রয়েছে নাগরিকদের স্বাস্থ্যসেবা। আমরা যেটা করতে পারি নাই। কারণ সরকারের সামর্থ্য সীমাবদ্ধ। কিন্তু বেসরকারি খাতে সরকারি খাত থেকে অনেক ভালোভাবে সেবা দেওয়ার সক্ষমতা আছে।

তিনি বলেন, আমার অনুরোধ আপনারা লাভ যেটা করেন সেখান থেকে ১০ শতাংশ কম লাভ করেন। সেটা আপনাদের কর্মকর্তা কর্মচারীদের মনভালো করতে পুনর্বিনিয়োগ করবেন। আপনারা যদি সেটা করেন তাহলে আপনাদের আরও বেশি লাভ হবে। তারপর এমন একটা সময় আসবে বাংলাদেশ থেকে বিদেশে রোগী যাওয়াতো দূরের কথা বরং বিদেশ থেকে বাংলাদেশে সেবা নিতে রোগী আসবে সে রকম একটা দৃশ্য যাতে দেখে যেতে পারি সেই প্রত্যাশাই করছি।

সেবা খাতে ৪ থেকে ৫ বিলিয়নের বাজার আছে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, এ ৪ থেকে ৫ বিলিয়নের বাজারটা আপনারা ধরতে পারেন না। বাংলাদেশের কোন মানুষটা বিদেশে যেতে চায়। ভারতে ও ব্যাংককে এমনও মানুষ যায় যে জীবনে কোনো দিন ঢাকাতে আসেনি। তারা বিরক্ত হয়ে, নিরুপায় হয়ে বিদেশে চিকিৎসা নিতে যায়। সেটা বন্ধ করতে হলে দেশে সেবার মান বাড়াতে হবে। সেটা করতে পারলে কখনো মানুষ বিদেশে যাবে না।

তিনি বলেন, এ বাজারটা আপনাদের ধরতে হবে। ভারতে ও ব্যাংককে যাতে কেউ চিকিৎসা করাতে না যায়। এক শতাংশ লোক যাবে। কিন্তু ৯৯ শতাংশ লোক যাতে কখনো না যায়। আমি আপনাদের কাছে যে সেবাটা পাই সেই সেবাটা যেন বাংলাদেশের প্রতিটা মানুষ পায়।

উপদেষ্টা বলেন, আপনারা অ্যাসোসিয়েশন করেছেন সেখানে সক্ষমদের সদস্য পদ দেবেন খুবই ভালো কথা। আপনার ওয়ানস্টপের কথা বলেছেন। সেখানে যদি ওয়ানস্টপে গিয়ে দারে দারে ঘুরতে হয়। যদি সত্যিকারের ওয়ানস্টপ করতে পারেন তাহলে অসাধারণ একটা ব্যবস্থা হবে।

রোগীদের চিকিৎসা বিমার কথা উল্লেখ করে তিনি বলেন, এটা অবশ্যই দরকার। সব সময় আপনারা সবাইকে বিনামূল্যে চিকিৎসা দিতে পারবেন না। যারা বিমা বুঝে তাদের দিয়ে এমন একটা ব্যবস্থা করেন যাতে বড়লোকদের ওপর চাপটা বেশি থাকে। গরিবের ওপর চাপটা যেন কম থাকে। এভাবে একটা বিমা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করেন।

বিপিএইচসিডিওএ এর প্রেসিডেন্ট ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন ভূঁইয়া ডাম্বেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বিপিএইচসিডিওএ এর সাধারণ সম্পাদক ডা. এ এম শামীমসহ বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য ও সাধারণ সদস্যরা।

জিসিজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ