রাজধানীর উত্তরা ক্যাম্পাসে ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের (IHSB) ইয়াং লার্নার ইংলিশ সেন্টারের উদ্বোধন হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় উদ্বোধন হওয়া এই শিক্ষা প্রতিষ্ঠানে ব্রিটিশ কাউন্সিল তাদের ইংরেজি ভাষা শিক্ষাদানের নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে এই স্কুলের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে—যা দেশের মধ্যে প্রথম এবং একমাত্র স্কুল যেখানে ব্রিটিশ কাউন্সিল সরাসরি অংশীদার হলো।
আইএইচএসবির প্রাইমারি সেকশনের প্রধান নাজমুন নাহার বলেন, উত্তরা ক্যাম্পাসে নতুন এই সেন্টারটি এক প্রাণবন্ত কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে, যেখানে শিশু ও কিশোররা আনন্দদায়ক পরিবেশে তাদের ইংরেজি দক্ষতা বাড়াতে পারবে। "
স্কুলের প্রিন্সিপাল রোকসানা জারিন বলেন, সমন্বিত শিক্ষা ও বৈশ্বিক প্রস্তুতির প্রতি আমাদের স্কুলের অঙ্গীকারের অংশ হিসেবে ইংরেজিতে দক্ষতা অর্জন একাডেমিক সাফল্য ও ভবিষ্যৎ সুযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার একটি কাঠামোবদ্ধ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত কারিকুলাম প্রদান করবে, শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতায় আত্মবিশ্বাস বাড়াবে এবং বৈশ্বিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করবে।
স্টারলিং এডুকেশন (ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের মূল প্রতিষ্ঠান)-এর চেয়ারম্যান টিমোথি ডোনাল্ড ফিশার ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের বিষয়টি তুলে ধরেন।
তিনি বলেন, "এই উদ্যোগের মাধ্যমে বিশ্বমানের শিক্ষাদানের মান আমাদের স্কুলে নিয়ে আসা হচ্ছে। সেন্টারটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সার্টিফিকেট দেবে, যা শিক্ষার্থীদের ক্যারিয়ারকে বহুদূরে নিয়ে যাবে এবং আমাদের স্কুলের সুনাম বৃদ্ধি করবে। "
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, “আজকের দিনে একটি নতুন অংশীদারিত্বের সূচনা হলো; যার মূল ভিত্তি একটি অভিন্ন বিশ্বাস—ইংরেজি দক্ষতা বৃদ্ধির এই সুযোগ আত্মবিশ্বাস ও বিশ্বব্যাপী সংযোগের দরজা খুলে দেবে। ব্রিটিশ কাউন্সিল ও ইন্টারন্যাশনাল হোপ স্কুল এই নতুন ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার উদ্বোধন করছে, যাতে তরুণ শিক্ষার্থীরা এই দক্ষতাগুলো সহজে অর্জন করতে পারে। ”
ঢাকার উত্তরায় এই সেন্টারটি ৭ থেকে ১৭ বছর বয়সী শিশু ও কিশোরদের জন্য মানসম্মত ইংরেজি শিক্ষার আরও বিস্তৃত সুযোগ করে দিতে প্রতিষ্ঠিত হয়েছে। এটি ঢাকা দক্ষিণে অবস্থিত ফুলার রোড ব্রিটিশ কাউন্সিল সেন্টারের পরিপূরক হিসেবে কাজ করবে। এই উদ্যোগের ফলে ঢাকা উত্তরবাসীরা স্বল্প দূরত্বে মানসম্মত ইংরেজি শিক্ষা পাবে।
ক্যামব্রিজ-সনদপ্রাপ্ত শিক্ষকদের নেতৃত্বে ব্রিটিশ কাউন্সিলের তরুণ শিক্ষার্থীদের জন্য তৈরি কোর্সগুলো শিক্ষার্থীদের সৃজনশীলতা ও কল্পনাশক্তি বিকাশের পাশাপাশি শক্তিশালী যোগাযোগ দক্ষতা গড়ে তুলতে সহায়তা করবে। অভিভাবকেরাও তাদের সন্তানের অগ্রগতি সম্পর্কে নিয়মিত আপডেট পাবেন এবং শেখার সাফল্য একসঙ্গে উদযাপন করতে পারবেন।
গত ৯০ বছর ধরে ব্রিটিশ কাউন্সিল শিক্ষা, সংস্কৃতি ও ভাষা কর্মসূচির মাধ্যমে যুক্তরাজ্য ও বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সংযোগ, বোঝাপড়া ও বিশ্বাসের সেতুবন্ধন গড়ে তুলে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা একাডেমিক, পেশাগত ও ব্যক্তিগত বিকাশে সক্ষমতা অর্জন করছে।
টিএ/আরএ