রাজধানীর পল্লবী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (১২ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন- মো. বিপ্লব (৩০), মো. শহিদুল ইসলাম (২৮), মো. শাওন (১৯), মো. সাগর (২৩), মো. সোহেল (১৮), মো. শরিফ (২৫), আইদিদ (২০), মো. আসিফ হোসেন (৩২), মো. মোস্তাফিজুর রহমান রনি (৩৫), মো. নুরুজ্জামান (৪২), মো. আদিল (৩৭), মো. আবুল হোসাইন রানা (৪৬), মো. সাগর (২০), মো. আমির উদ্দিন (২১), সাব্বির (১৯), কিবরিয়া কাওসার (৩৭), মো. মাইনুদ্দিন হোসেন তৌফিক (২৩), মো. ইমন (২২), মো. আনিসুর রহমান (৩০), মো. শাওন (১৬), মো. শুভ (২৩), মো. উদয় (২৭), গোলাম মোর্শেধ (৩২), মো. সাগর (২৬), মো. ইরাজ হাসান (১৮) ও মো. রাজিব (৩৫)।
মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত শনিবার (১১ অক্টোবর) দিনব্যাপী পরিচালিত এই অভিযানে অত্র থানার বিভিন্ন স্থান থেকে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও নানা অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে আগে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতে পাঠানো হয়েছে।
এমএমআই/আরবি