ঢাকা: আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি চালিয়ে বহুবার হাতছাড়া হওয়া দুর্ধর্ষ সন্ত্রাসী মো. আল-আমিন (৩৮) এবার দুই সহযোগীসহ র্যাবের হাতে ধরা পড়েছে। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকার আশুলিয়ার পাড়াগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন— রাজিব হোসেন (৩৮), মো. আল-আমিন (৩৮) ও মো. জুয়েল মিয়া (৪৫)।
শুক্রবার (১৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস) কে এন রায় নিয়তি।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে সাভার থানার বালিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে আল-আমিন এবং দেওয়নবাড়ী এলাকা থেকে জুয়েল মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়ার পাড়াগ্রাম এলাকায় অভিযান চালিয়ে রাজিব হোসেনকে অস্ত্রসহ আটক করা হয়।
অতীতে আল-আমিনকে গ্রেপ্তারে একাধিকবার অভিযান চালানো হলেও তিনি প্রতিবার আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি চালিয়ে পালিয়ে যান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার তিনজনই আন্তঃজেলা সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য। তারা দেশি-বিদেশি অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই, চাঁদাবাজি, ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, বাড়ি চিহ্নিত করে হামলা এবং মহাসড়কে পণ্যবাহী যানবাহনে ডাকাতি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকের একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
এমএমআই/এইচএ/