ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

চাঁদাবাজদের দেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫১, আগস্ট ১৬, ২০২৫
চাঁদাবাজদের দেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে হবে না। কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুর কৃষিমার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

চাঁদাবাজি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মোহাম্মদপুর-মিরপুর এলাকায় চাঁদাবাজি একটু বেশি হয়। সবসময় রিপোর্ট আসে। এখন প্রশ্ন হলো, কীভাবে এ চাঁদাবাজি নিয়ন্ত্রণে আনা যায়? কোনো চাঁদাবাজই দেশে থাকতে পারবে না। যত বড় চাঁদাবাজই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। কোনো রকম ছাড় দেওয়া হবে না। আপনারা যদি কারও চাঁদাবাজির তথ্য পান, আমাদের জানান। সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নেব। চাঁদাবাজ নির্মূলে আপনাদের সহযোগিতা প্রয়োজন। কাজ হলো চাঁদাবাজদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা।

এ সময় উপদেষ্টা আসিফের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যার সম্পর্কে যা অভিযোগ উঠুক না কেন, এ বিষয়ে আমি এখানে কিছু বলব না।

মাদক নির্মূল প্রসঙ্গেও তিনি কঠোর অবস্থান জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনাদের অনুরোধ করব—মাদকের বিরুদ্ধে সোচ্চার হোন। মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দেবে, যদি আপনারা সচেতন না হন। আমরা এখন খুব অসহিষ্ণু জাতি হয়ে গেছি। কোনো ঘটনা ঘটলে ছবি তুলতে যাই, কিন্তু প্রতিকার করি না। সমাজে যদি খারাপ কিছু ঘটে, তা প্রতিকার করা আপনাদের ঈমানি দায়িত্ব। আপনারা প্রতিকার করবেন।

এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ