ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

ফতুল্লায় কলেজছাত্রীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৬, অক্টোবর ২৮, ২০২০
ফতুল্লায় কলেজছাত্রীর আত্মহত্যা প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ নূর মসজিদ এলাকায় নিজ বাড়িতে তামান্না নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনগত রাতে এ ঘটনা ঘটে।

তামান্না ওই এলাকার আফজাল হোসেনের মেয়ে। সে নারায়ণঞ্জের মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

বাবা আফজাল হোসেন জানান, বিকেলে তামান্না তার মায়ের সঙ্গে ঘর গোছানো নিয়ে তর্কে জড়িয়ে পড়ে। এ নিয়ে তামান্না অভিমান করে। রাতে ঘরের দরজা বন্ধ দেখে জানালা দিয়ে তার মা ঢাকতে গেলে দেখেন সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে তামান্না। প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে মেয়ের নিথর দেহ উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তামান্নাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বাংলানিউজকে জানান, তামান্নার বাবার কাছ থেকে লিখিত আবেদন পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৭৪৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ