ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

টঙ্গীতে কাভার্ড ভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৬, অক্টোবর ২৭, ২০২০
টঙ্গীতে কাভার্ড ভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ফাইল ছবি

গাজীপুর: গাজীপুরের টঙ্গী চেরাগআলী এলাকায় কাভার্ড ভ্যানচাপায় আব্দুল কাদের সবুজ (৫৮) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।  

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

  নিহত আব্দুল কাদের গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) গাজীপুরা এলাকার বাসিন্দা।  

স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে ঢাকা যাচ্ছিলেন আব্দুল কাদের। পথে ওই মহাসড়কের টঙ্গী চেরাগআলী এলাকায় এলে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন আব্দুল কাদের। এ অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে  দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ন কবির বাংলানিউজকে বলেন, ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করলেও চালক পলাতক রয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২০    
আরএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ