শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলা সদরের অফিসার্স ক্লাব ভবনে এ দুর্ঘটনা ঘটে।
দেলোয়ার উপজেলার বুড়ির চর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রেহানিয়া গ্রামের জিয়াউল হকের ছেলে।
স্থানীয়রা জানায়, উপজেলার সদর ওছখালীর অফিসার্স ক্লাবের নতুন ভবনের রংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবনের ছাদ থেকে পড়ে যান দেলোয়ার। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
এনটি