শনিবার (১৪ মার্চ) পাথরঘাটা আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জব্বার বলেন, আমি যতদূর শুনেছি হৃদয় ক্লাসে বসে মোবাইল চালাচ্ছিল।
তিনি আরও বলেন, সরকারিভাবেই ক্লাসে ফোন না আনতে নির্দেশনা রয়েছে তারপরও অনেক ছাত্র ফোন নিয়ে আসে, এ বিষয় অভিভাবকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে।
বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মোহন জানান, আমার সহপাঠী হৃয়ের ফোনটি আমার বেঞ্চের উপর রাখায় স্যার আমাকে মারধর করে। এতে আমার শরীরে একাধিক জায়গায় ফুলে গিয়ে কালো দাগ হয়ে গেছে।
এ বিষয়ে জানাতে ওই বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিমের মোবাইলে একাধিকবার ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
এনটি