শনিবার (১৪ মার্চ) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত সাবিত্রী রানী দাস সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকার রাম প্রসাদ দাসের স্ত্রী।
স্থানীয়রা জানান, সাবিত্রী রানী তার বাবার বাড়ি থেকে বের হয়ে ভ্যানে স্বামীর বাড়ি সাতক্ষীরা শহরের রাজার বাগান যাচ্ছিলেন। পথে ভোমরা স্থলবন্দর পার্কিংয়ের তিন নম্বর গেটের কাছে পৌঁছালে একটি বাংলাদেশি ট্রাক (যশোর-ট- ১১-১৭১৫) পেছন দিক থেকে ভ্যানটিতে ধাক্কা দেয়। এতে সাবিত্রী রানী সড়কের ওপর পড়ে যান এবং ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, ট্রাকটি ফেলে রেখে চালক-হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহত রানী দাসের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
এনটি