ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

বাংলাবান্ধা বন্দরে স্বাভাবিক রয়েছে পণ্য আমদানি-রপ্তানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৭, মার্চ ১৪, ২০২০
বাংলাবান্ধা বন্দরে স্বাভাবিক রয়েছে পণ্য আমদানি-রপ্তানি

পঞ্চগড়: বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো প্রাণঘাতী ভাইরাস করোনার সংক্রমণ ঠেকাতে ভারত সরকার আগামী একমাসের জন্য পর্যটন ভিসা স্থগিত করে দিয়েছে। এরই ধারাবাহিকতায় পঞ্চগড়ের একমাত্র চতুর্দেশীয় বন্দর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়েও শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৫টার পর থেকে যাত্রী পারাপার বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পাথরসহ সব আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে। 

শনিবার (১৪ মার্চ) সকালে বাংলাবান্ধা স্থলবন্দরের বন্দর ম্যানেজার মামুন সোবহান স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে বলে বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সারাদেশের মত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পর্যটন ভিসা স্থগিত করেছে ভারত সরকার।

তবে আমদানি-রপ্তানি বন্ধে কোনো নোটিশ করা হয়নি, তাই বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।