ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

ফতুল্লায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৫, ফেব্রুয়ারি ১৬, ২০২০
ফতুল্লায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর বাজারে ভয়াবহ আগুন লেগেছে। এতে অর্ধ শতাধিক ঘর পুড়ে গেছে এরইমধ্যে। তবে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়।


আগুনে পুড়ে সর্বস্ব হারিয়ে দিশেহারা ব্যক্তি, ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বাংলানিউজকে বলেন, মন্ডলপাড়া, হাজীগঞ্জ স্টেশনের আটটি ইউনিট ইতোমধ্যে কাজ শুরু করেছে। আরও ইউনিট আনা হচ্ছে। এছাড়া আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি এখনই বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ০৩৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।