ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

জামালপুরে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০০, ফেব্রুয়ারি ১৬, ২০২০
জামালপুরে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

জামালপুর: জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুরে অনুষ্ঠিত জনসভায় আসা একটি ট্রাকচাপায় সদরের তিতপল্লা ইউনিয়নের শীলকুড়িয়া এলাকায় আতিউর রহমান বাবু (৩৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়। বাবু তিতপল্লা ইউনিয়নের শীলকুড়িয়া এলাকায় মৃত আমিনুল ইসলামের ছেলে।

 

নরায়নপুর তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে, বিকেলে সদরের বন্দেরপারা এলাকায় চাল বোঝাই একটি ট্রাকচাপায় সেকান্দর (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়।

সিংহজানি খাদ্য গোদামের কর্মকর্তা আসাদুজ্জামান খান জানান, চাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদ্য গুদামের শ্রমিকের ওপর চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শ্রমিক সেকান্দর মারা যান। তখন ট্রাকটি রেখে চালক পালিয়ে যান।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।