ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

আড়াইহাজারে হত্যা মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৪, ফেব্রুয়ারি ১৫, ২০২০
আড়াইহাজারে হত্যা মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা থেকে আব্দুল্লাহ (২৭) নামে হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল্লাহ ওই গ্রামের শশী মিয়ার ছেলে।

কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ২০১২ সালে আড়াইহাজার উপজেলার ইজার কান্দী গ্রামের রব মিয়া হত্যা মামলার ওয়ারেন্ট ছিল।

তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন বলেও জানান এএসআই আমিনুল।   

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।