ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

রাজধানীর দক্ষিণখান থেকে দুই শিশু ও নারীর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৮, ফেব্রুয়ারি ১৫, ২০২০
রাজধানীর দক্ষিণখান থেকে দুই শিশু ও নারীর মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর দক্ষিণখান থানার কেসি স্কুলের পেছনে প্রেমবাগান এলাকার ৮৩৮ নম্বর বাড়ির চতুর্থ তলা থেকে দুই শিশু এবং এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) আনুমানিক সাড়ে ৫টার দিকে খবর পেয়ে দক্ষিণখান থানার পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। এখনো তারা ওখানে অবস্থান করছেন।

উদ্ধার মরদেহগুলোর নাম পরিচয় পাওয়া গেছে। নারীর নাম মুন্নি। ছেলে শিশুর নাম ফারহান ও মেয়ের নাম লাইবা।

দক্ষিণখান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) কে এম মনছুর আলী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি ওই বাসা থেকে মরদেহ উদ্ধার করা হচ্ছে। পুলিশ কর্মকর্তারা সেখানে আছেন। বিস্তারিত পরে জানানো হবে।

উত্তরা ডিভিশনের ডিসি নাবিদ কামাল শৈবাল বাংলানিউজকে জানান, উদ্ধার করা নারী শিশু দুটির মা। ওই নারীর বয়স আনুমানিক ৪২। উদ্ধার বাকি দুটি মরদেহ ছেলে ও মেয়ে শিশুর। তাদের বয়স যথাক্রমে ১২ ও ৩ বছর।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
এজেডএস/এমএমআই/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।