ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

বিডব্লিউসিসিআইয়ের খুলনা বিভাগীয় বার্ষিক সভা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫২, ফেব্রুয়ারি ৫, ২০২০
বিডব্লিউসিসিআইয়ের খুলনা বিভাগীয় বার্ষিক সভা

খুলনা: বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিডব্লিউসিসিআই) খুলনা বিভাগীয় পর্যায়ের সদস্যদের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরীর সিএসএস আভা সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদফতর খুলনার উপ-পরিচালক নার্গিস ফাতেমা জামিল।

বিশেষ অতিথি ছিলেন বিডব্লিউসিসিআইয়ে প্রশাসনিক কর্মকর্তা সুরুজ জামান।

সংগঠনের খুলনা বিভাগীয় প্রধান শামীমা সুলতানা শিলুর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন বিডব্লিউসিসিআইয়ের সদস্য কানিজ সুলতানা ও চিশতী মুসতারী বানু।

এসময় সংগঠনের খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক লুৎফুন হক পিয়াসহ খুলনার ১০ জেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নারী উদ্যোক্তাদের ব্যবসার প্রসার নিয়ে বার্ষিক সভায় আলোচনা করা হয়।

বক্তরা বলেন, বিডব্লিউসিসিআইয়ের এ ধরনের আয়োজনে নারী উদ্যোক্তারা উৎসাহী ও অনুপ্রাণিত হবে এবং তারা এগিয়ে যাবে। নারীরা এখন আর ঘরে বসে থাকছে না। বাংলাদেশ ব্যাংক ও সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে এগিয়ে আসছে ব্যবসা-বাণিজ্যে। দেশে নারী উদ্যোক্তা তৈরি করতে সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংগঠনকে এগিয়ে এলে দেশের আরও উন্নতি হবে।

এ সময় নারী উদ্যোক্তাদের প্রসার ঘটানো, তাদের অনুপ্রেরণা জোগাতে এবং উদ্যোক্তা ও ভোক্তার মধ্যে সেতুবন্ধ গড়ে তুলতে দেশ-বিদেশের বিভিন্ন মেলায় অংশ নেওয়ার কৌশল নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।