ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

স্পিকারের সঙ্গে গণপূর্তর প্রধান প্রকৌশলীর সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৬, জানুয়ারি ৯, ২০২০
স্পিকারের সঙ্গে গণপূর্তর প্রধান প্রকৌশলীর সাক্ষাৎ

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন গণপূর্ত অধিদপ্তরের নবনিযুক্ত প্রধান প্রকৌশলী আশরাফুল আলম।

বুধবার (০৮ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে গিয়ে আশরাফুল আলম সাক্ষাৎ করেন। এ সময় তিনি স্পিকাররকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

স্পিকার জাতীয় সংসদ ভবন এলাকার উন্নয়নে নতুন পাস হওয়া প্রকল্প নিয়ে গণপূর্তের প্রধান প্রকৌশলীর সঙ্গে আলোচনা করেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।

এসময় প্রধান প্রকৌশলী প্রকল্পের বিভিন্ন অংশের অগ্রগতি তুলে ধরেন এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান।

এসময় জাতীয় সংসদ সচিবালয়ে নিয়োজিত গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

জাতীয় সংসদ সবিচালয়ের গণসংযোগ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০
এসকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।