ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

প্রতিরক্ষা-পরিবেশ মন্ত্রণালয়ে নতুন সচিব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১১, জানুয়ারি ৯, ২০২০
প্রতিরক্ষা-পরিবেশ মন্ত্রণালয়ে নতুন সচিব

ঢাকা: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। পাশাপাশি পরিবেশ মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ পেয়েছেন জিয়াউল হাসান।

বুধবার (০৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এই রদবদল এনে আদেশ জারি করে।

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জিয়াউল হাসানকে পদোন্নতি দিয়ে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

এদিকে, গত ৩০ ডিসেম্বর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন ভূঁইয়ার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯ 
এমআইএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।