ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

নৌবাহিনীর নাজমুল হাসানকে রাষ্ট্রদূত নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৬, নভেম্বর ১৯, ২০১৯
নৌবাহিনীর নাজমুল হাসানকে রাষ্ট্রদূত নিয়োগ

ঢাকা: নৌবাহিনীর কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানকে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১৮ নভেম্বর) তাকে প্রেষণে রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তবে তাকে কোন দেশের রাষ্ট্রদূত নিয়োগ করা হয়েছে তা আদেশে উল্লেখ করা হয়নি।

তিনি কোন দেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন তা নির্ধারিত করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

অপরদিকে, রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল এম আখতার হাবীবকে নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এম আখতার হাবীব সর্বশেষ মালদ্বীপের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
এমআইএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।