ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

না’গঞ্জে ডাকাতি মামলায় তিনজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৯, নভেম্বর ১৮, ২০১৯
না’গঞ্জে ডাকাতি মামলায় তিনজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ডাকাতি মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি পাঁচ হাজার টাকা করে প্রত্যেককে জরিমানা করা হয়। অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন- শাহজাহান ওরফে সাজু, কবির ও কাউসার।

রায় ঘোষণার সময় আদালতে সাজু উপস্থিত ছিলেন। বাকিরা দু’জন পলাতক রয়েছেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট জাসমীন আহমেদ বাংলানিউজকে বলেন, ১৯৯৯ সালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাষাঢ়া এলাকায় ব্যারিকেড দিয়ে চাল বোঝাই একটি ট্রাক ডাকাতি করেন পাঁচজন। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ ট্রাকটি উদ্ধারসহ পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করে। এদের মধ্যে দুই আসামি রাজা মিয়া ও মো. লস্কর মারা যান। আর বাকিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।