ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বেনাপোল সীমান্তে ভারতীয় নাগরিক আটক 

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৩, মে ১৬, ২০১৯
বেনাপোল সীমান্তে ভারতীয় নাগরিক আটক 

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে অর্জুন বিশ্বাস (২৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (১৫ মে) রাতে বেনাপোল সীমান্তবর্তী সাদিপুর সড়ক থেকে তাকে আটক করা হয়।

অর্জুন বিশ্বাস ভারতের উত্তর ২৪ পরগনার বনগাঁও গ্রামের অরবিন্দু বিশ্বাসের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাদিপুর সড়ক থেকে ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে বাংলাদেশি দুই লাখ টাকা পাওয়া যায়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজেকে ভারতীয় নাগরিক বলে পরিচয় দেন।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার বাকিবিল্লাহ বাংলানিউজকে জানান, তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে পুলিশে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, মে ১৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।