ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মিরপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৭, মে ১৬, ২০১৯
মিরপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

ঢাকা: রাজধানীর মিরপুরে মর্জিয়া বেগম ওরফে মুনি ইসলাম (৪২) নামে এক নারীকে হত্যা করা হয়েছে। পুলিশের ধারণা- তার স্বামী হাসান তাকে হত্যা করে পালিয়ে গেছেন।

বুধবার (১৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে তার মুনির মরদেহ উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। এর আগে দুপুর আড়াইটার দিকে হত্যার ঘটনা ঘটে।

নিহত নারী তার স্বামী ও এক সন্তানকে নিয়ে মিরপুর পল্লবীর ১১ নম্বর সেকশন বাউনিয়াবাধ এলাকায় থাকতেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবদুল মাবুদ বাংলানিউজকে বলেন, নিহত নারীর কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে- কোনো অস্ত্র দিয়ে হাসান তার স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেছেন।

তিনি বলেন, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। পুলিশ কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেম সময়: ২০১৬ ঘণ্টা, মে ১৫, ২০১৯
এজেডএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।