ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পঞ্চগড়ে কাঁচা চা পাতার নতুন দাম নির্ধারণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৭, মে ১৫, ২০১৯
পঞ্চগড়ে কাঁচা চা পাতার নতুন দাম নির্ধারণ

পঞ্চগড়: পঞ্চগড়ে ক্ষুদ্র চা চাষি ও চা কারখানার মালিকদের নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কাঁচা চা পাতার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১৫ মে) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে প্রতি কেজি চা পাতার দাম ২৪ টাকা নির্ধারণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহেতেশাম রেজা, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত পুলিশ সুপার সুদশন কুমার রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, চা বোর্ডের কর্মকর্তা শামিম ইকবালসহ ক্ষুদ্র চা চাষি ও কারখারনার মালিকরা।

 

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, মে ১৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।