ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাস্তায় ধান ছিটিয়ে দাম বাড়ানোর দাবিতে মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৫, মে ১৫, ২০১৯
রাস্তায় ধান ছিটিয়ে দাম বাড়ানোর দাবিতে মানববন্ধন

রাজশাহী: রাজশাহীতে রাস্তায় ধান ছিটিয়ে দাম বাড়ানোর দাবি জানিয়ে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। 

বুধবার (১৫ মে) সকালে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ রাজশাহীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।  

মানববন্ধনে ধানসহ অন্যান্য কৃষিপণ্যের ন্যায্য মূল্য নির্ধারণের জন্য সরকারের কাছে দাবি জানান শিক্ষার্থীরা।

মহানগরীর সাহেববাজারের জিরোপয়েন্টে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালিত হয়।  

জিরোপয়েন্টের মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, সরকারের পক্ষ থেকে ধানের দাম কেজি প্রতি ২৬ টাকা নির্ধারণ করে দেওয়া হলেও ব্যবসায়িক সিন্ডিকেট সেই দামে ধান কিনছে না। কৃষক যদি ধানের ন্যায্য মূল্য না পায়, তাহলে ছাত্রসমাজ চুপ করে বসে থাকবে না। নিজ নিজ জায়গা থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, উৎপাদন খরচের চেয়ে বাজারমূল্য কম হলে কৃষকরা ধান উৎপাদনে আগ্রহ হারাবে। ফলে আগামীতে ধান আমদানি ছাড়া কোনো উপায় থাকবে না। আর তখন ঠিকই বেশি দামে ধান বাইরের দেশ থেকে আমদানি করতে হবে। তাই কৃষকদের পাশাপাশি দেশের সকল মানুষের কথা চিন্তা করে সরকারকে ধানের ন্যায্য মূল্য নির্ধারণ করে দেওয়ার দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ১৫, ২০১৯
এসএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।