ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঈদ বোনাসসহ বকেয়া মজুরি পরিশোধের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১১, মে ১৫, ২০১৯
ঈদ বোনাসসহ বকেয়া মজুরি পরিশোধের দাবি মানববন্ধনে শ্রমিক নেতাসহ বিভিন্ন কারখানার শ্রমিকেরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক কারখানা, পাটকলসহ সকল শ্রমিকদের বোনাস ও বকেয়া মজুরি বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

বুধবার (১৫ মে) সকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শহীদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

মানববন্ধনে অভিযোগ করা হয়, শ্রমিকেরা তাদের দাবি পূরণে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসলেও সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে।  

তারা বলেন, ঈদের আগেই শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করতে হবে। দিতে হবে তাদের ঈদ বোনাসও। পাশাপাশি কারখানাগুলোতে মজুরি কমিশনের সুপারিশ বাস্তবায়নসহ সব যৌক্তিক দাবি মেনে নিতে হবে।
 
অবিলম্বে বকেয়া মজুরি ও ঈদ বোনাস পরিশোধ করা করা না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন শ্রমিক নেতারা।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মে ১৫, ২০১৯
এমএমআই/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।