ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

চাকরি স্থায়ী চান নকল নবিসরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৪, অক্টোবর ২৮, ২০১৮
চাকরি স্থায়ী চান নকল নবিসরা সংবাদ সম্মেলনে নকল নবিস নেতারা, ছবি: বাংলানিউজ

ঢাকা: চাকরি স্থায়ী করার দাবিতে সরকারকে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছে এক্সট্রা মোহরা (নকল নবিস) অ্যাসোসিয়েশন। সেইসঙ্গে নতুন নিয়োগ বন্ধ রাখারও দাবি জানায় সংগঠনটি।

সাতদিনের মধ্যে দাবি না মানা হলে রাজপথে আন্দোলনে নামার ঈঙ্গিত দেয় এ অ্যাসোসিয়েশন।

শনিবার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির পক্ষে এমন দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- অ্যাসোসিয়েশনের সহ সভাপতি আবদুল জব্বার ভূঁইয়া, সাধারণ সম্পাদক এফএ সুমন সরকার, কেন্দ্রীয় নেতা রাকিব উদ্দিন, আবদুল গাফফার প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সারাদেশে ৬১টি জেলার ৫০৩ থানায় প্রায় ১৫ হাজার নকল নবিস দীর্ঘদিন ধরে কাজ করছেন। তারা সবাই সরকারের নিয়োগপ্রাপ্ত। অনেকের বয়স এখন ৬০ বছরের কাছাকাছি। কিন্তু তাদের চাকরি আজও স্থায়ী করা হয়নি। শেষ বয়সে তাদের অনেকেই মানবেতর জীবনযাপন করছেন।

অভিযোগ করে বলা হয়- হাইকোর্ট, সুপ্রিমকোর্ট, জজকোর্টসহ অন্যান্য নবিসদের স্থায়ী করা হলেও আমাদের স্থায়ী করা হচ্ছে না। অইনমন্ত্রী আনিসুল হকের দফতরে পুরনো ১০ হাজার ৩৩২ জন নকল নবিসের চাকরি স্থায়ীকরণ সংক্রান্ত নথি চাপা পড়ে আছে। এর মধ্যে নতুন করে আরও এক হাজার নিয়োগ দেওয়া হয়েছে। যাদের প্রত্যেকের বাড়ি আইনমন্ত্রীর এলাকায়। ইতোমধ্যে ৮৪ জনকে সরাসরি চাকরিতে স্থায়ীভাবে নিয়োগ দিয়েছেন। যাদের ৬০ জনই ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকার।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
ইএআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।