ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

বরিশালে স্তন ক্যানসার সচেতনতা দিবস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৬, অক্টোবর ২৭, ২০১৮
বরিশালে স্তন ক্যানসার সচেতনতা দিবস গোলাপি শোভাযাত্রা। ছবি: বাংলানিউজ

বরিশাল: স্তন ক্যানসার সচেতনতা দিবস উপলক্ষে বরিশালে গোলাপি শোভাযাত্রা নামে একটি র‌্যালি ও রোগ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ অক্টোবর) সকালে নগরের অশ্বিনী কুমার হল চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাউন্ড কম্পাউন্ড সড়কস্থ রয়েল সিটি হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়।

দিবসটি পালন করেন বরিশাল রোটারিয়ান ক্লাব, বাংলাদেশ স্তন ক্যানসার সচেতন ফোরামসহ রোটারিয়ান অঙ্গ সংগঠন।

এ সময় রয়েল সিটি হাসপাতালের সামনে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্যানসার চিকিৎসক ডা. হাবিবুল্লাহ, ডা. তানিয়া খালেদ, ডা. সৈয়দ আফতাবুব কামাল, কামরুল ইসলাম চৌধুরী, মোছাবাদ জাহান সৌরব, মাহতাব উদ্দিন আল মাহমুদ, ইঞ্জিনিয়ার আবুল বাসার, ডা. তরিৎ সমদ্দার, কাউন্সিলর জাকির হোসেন ভুলু, ব্যবসায়ী ভানু লাল দে প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ