ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

‘গানের খেয়া’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০৪, সেপ্টেম্বর ২৫, ২০১৮
‘গানের খেয়া’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গানের খেয়ার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে শিল্পীরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক এবং নজরুল সঙ্গীত শিল্পী জোসেফ কমল রড্রিক্সকে সংবর্ধনা জানানোর মধ্য দিয়ে সঙ্গীত সংগঠন `গানের খেয়া’ উদযাপন করল তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।

সোমবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘চিরদিনের গান’ শীর্ষক এক সঙ্গীতানুষ্ঠানের এ সংবর্ধনার আয়োজন করে তারা।

গানের খেয়ার সভাপতি স্বপন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী অপর্ণা খান।

সংগঠনের শিল্পীদের সম্মেলক গান ‘ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা’ এবং ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে’ পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।

একক গানের পর্বে স্বপন কুমার দাস নিবেদন করেন ‘আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাঁজি ভরেছি’ ও ‘তোমার ভুবনে ফুলের মেলায়’। অপর্না খান গেয়ে শোনান ‘তোমরা যা বলো তাই বলো’, ‘একা মোর গানের তরী'। এছাড়া শিল্পী দিপ্তী চৌধুরী ‘তোমায় গান শোনাবো’, ‘আমি কান পেতে রই’, এবং শিল্পী প্রসনজিৎ কর্মকার ‘একলা গড়ি জলকে চলো’সহ বিভিন্ন গান পরিবেশন করেন।

বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
এইচএমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।