ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

২ ভুয়া মেজরসহ ৮ প্রতারক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৪, সেপ্টেম্বর ২৫, ২০১৮
২ ভুয়া মেজরসহ ৮ প্রতারক আটক

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দু’জন ভুয়া মেজরসহ প্রতারক চক্রের আট সদস্যকে আটক করেছে র‌্যাব-২। এসময় তাদের কাছ সেনাবাহিনীর পোশাক ও সেনাবাহিনীতে নিয়োগের বেশ কিছু ভুয়া কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৪ সেপ্টেম্বর) বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন র‌্যাব-২ অধিনায়ক (সিও) লে. কর্নেল আনোয়ার উজ জামান।
 
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এদের মধ্যে দু’জন মেজর পরিচয় দিয়ে সেনাবাহিনীতে নিয়োগের কথা বলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতো। বাকিরা সহযোগী হিসেবে কাজ করতো।
 
আটকদের সঙ্গে এই চক্রের আরো কারা জড়িত রয়েছে এ বিষয়ে জানার চেষ্টা চলছে। তবে প্রাথমিকভাবে আটকদের বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
 
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।