ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

সিলেটে মাছের পেট কেটে ইয়াবা উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৫, সেপ্টেম্বর ২৪, ২০১৮
সিলেটে মাছের পেট কেটে ইয়াবা উদ্ধার মাছের পেট থেকে ইয়াবাসহ আটক ১। ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটে মাছের পেট কেটে ৬১৪ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। এ ঘটনায় আব্দুল খালিক নামে এক ইয়াবা বিক্রেতাকে আটক করা হয়েছে।

সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের লালবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। খালিক গোয়াইনঘাট উপজেলার সালুটিকর মিত্রিমহল এলাকার বাসিন্দা মাহমুদ আলীর ছেলে।


 
র‌্যাব-৯ সিলেটের সিনিয়র সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে লালবাজার এলাকায় অভিযান চালিয়ে মাছের পেট কেটে ৬১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ছদ্দবেশি ইয়াবা কারকারি মাছ বিক্রেতা খালিককে আটক করা হয়।
 
তিনি বলেন, ভারতের সীমান্তঘেষা জকিগঞ্জ থেকে মাছের পেটে করে ইয়াবা নিয়ে সিলেট নগরে আসেন খালিক। এ বিষয়ে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।