ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

বিকল্পধারার মেজর (অব.) মান্নানকে দুদকে তলব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫১, সেপ্টেম্বর ২৪, ২০১৮
বিকল্পধারার মেজর (অব.) মান্নানকে দুদকে তলব

ঢাকা: বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপ-পরিচালক সাইদুর রহমান এক তলবি চিঠির মাধ্যমে তাকে তলব করেছেন।

অবৈধভাবে বিপুল সম্পদ অর্জন, হিসাব বহির্ভূত সম্পত্তি অর্জন এবং মানিলন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে মুদ্রা পাচারের অভিযোগে মেজর মান্নানকে তলব করা হয়েছে।

দুদকের উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ২৭ সেপ্টেম্বর মেজর মান্নানকে সেগুন বাগিচাস্থ দুদকের মূল কার্যালয়ে হাজির থেকে জিজ্ঞাসাবাদে অংশ নিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
আরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।