ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৩, সেপ্টেম্বর ২৪, ২০১৮
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃত্যু

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় তাসনিমা বেগম (২৩) নামে এক নারী নিহত হয়েছেন। স্বামীর মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়লে ট্রাকচাপায় তিনি নিহত হন।

সোমবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ভৈরববাজার-মুন্সিবাজার সড়কের মৃতিংগা চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসনিমা হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার চারগাও এলাকার প্রাণ-আরএফএল গ্রুপের সেলস এক্সিকিউটিভ শিবলু মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে  শিবলু তার স্ত্রী তাসনিমাকে সঙ্গে করে মোটরসাইকেলযোগে কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার যাচ্ছিলেন। পথে ভাঙা রাস্তার ঝাঁকুনিতে অসাবধানতায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান তাসনিমা। এ সময় পেছন থাকা বালুভর্তি একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময় ১৩২০ ঘন্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।