ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

পিরোজপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৪, মার্চ ১৯, ২০১৮
পিরোজপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জাহিদুল ইসলাম (১৮) নামে এক যুবককে হত্যার মামলায় রফিকুল ইসলাম রাজা (৪০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৯ মার্চ) দুপুর ১২টায় পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম উপজেলার সোনাখালী গ্রামের মৃত আবুল খায়ের মোল্লার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বাদুরতলী গ্রামের হেমায়েত মৃধার ছেলে জাহিদুল ইসলাম একটি মোবাইল কেনেন রফিকুল ইসলাম রাজার কাছ থেকে। এ সময় রফিকুল মোবাইলের চার্জার পরে দিবে বলে জানান।
২০০৬ সালের ২৬ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে রফিকুলের কাছ থেকে মোবাইলের চার্জার চান জাহিদুল। রফিকুল চার্জার না দিলে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় রাজা জাহিদুলকে কিল ঘুষি মেরে আহত করেন।

স্থানীয়রা জাহিদুলকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জাহিদুল ইসলামের খালাতো ভাই রফিকুল ইসলাম কালাম বাদী হয়ে রফিকুল রাজাকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রফিকুল ইসলাম রাজাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং ছয় আসামিকে খালাস দেন।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।