ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

রাঙ্গাবালীতে ৪০ লাখ ফাইসা মাছের পোনা অবমুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৬, মার্চ ১৮, ২০১৮
রাঙ্গাবালীতে ৪০ লাখ ফাইসা মাছের পোনা অবমুক্ত পুড়ে ফেলা হচ্ছে জব্দকরা জাল

পটুয়াখালীর রাঙ্গাবালীতে অভিযান চালিয়ে ৪০ লাখ ফাইসা মাছের পোনা জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা।

রোববার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে জব্দকরা ওইসব পোনা দারচিরা নদীতে অবমুক্ত করে দেওয়া হয়।

পাশাপাশি অভিযানে জব্দকৃত ১ হাজার মিটার নিষিদ্ধ গুড়ি ফাঁসের মশারি জাল ধ্বংস করা হয়।

এরআগে দুপুরে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বুড়াগৌরাঙ্গ নদীতে এ অভিযান চালানো হয়।

দক্ষিণ জোন কোস্টগার্ডের সিজি স্টেশান রাঙ্গাবালী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার আব্দুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি  বলেন, জব্দকরা সব পোনা নদীতে অবমুক্ত করা হয়েছে। আর জালগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৪৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
এমএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।