ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

‘মাদক নিয়ে পুলিশ সদস্য আটক হলে মাদক আইনে মামলা হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৫, মার্চ ১৮, ২০১৮
‘মাদক নিয়ে পুলিশ সদস্য আটক হলে মাদক আইনে মামলা হবে’ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি পুলিশ কর্মকর্তাদের হাতে ক্রেস তুলে দিচ্ছেন। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহে মাদক নির্মূলে আবারো নিজের জিরো টলারেন্স অবস্থানের কথা জানিয়েছেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি।

তিনি বলেছেন, মাদক নিয়ে কোনো পুলিশ সদস্য আটক হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধেও মামলা হবে। কোনো প্রভাবশালী নেতাও মাদক নিয়ে ধরা পড়লে তাকেও আইনের আওতায় আনা হবে।

এ বিষয়ে আমরা একচুলও ছাড় দেবো না। গ্রেফতারি পরোয়ানা তামিলে পুলিশ কর্মকর্তাদের আরো তৎপর হওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, সব ধরনের মামলা সঠিক তদন্ত করে দ্রুত নিষ্পত্তি করতে হবে।

রোববার (১৮ মার্চ) দুপুরে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে মাসিক অপরাধ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূঁইয়া, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম, শেরপুর জেলার পুলিশ সুপার (এসপি) রফিকুল হাসান গণি, নেত্রকোনা জেলা পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী, জামালপুর জেলার পুলিশ সুপার (এসপি) দেলোয়ার হোসেন, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এসপি সৈয়দ হারুন অর রশিদ প্রমুখ।

পরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার, মাদক উদ্ধার ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাসহ বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখায় মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মদ মোল্লাসহ পাঁচ পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।

বাংলাদেশ সময় ১৭৩৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
এমএএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।