ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

আমতলীতে তরুণীকে ধর্ষণের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৮, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
আমতলীতে তরুণীকে ধর্ষণের অভিযোগ

বরগুনা: প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দিয়ে বরগুনার আমতলী উপজেলার এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওই তরুণী বাদী হয়ে একটি মামলা করেন।

পরে বিচারক মো. জুলফিকার আলী খান মামলাটি আমলে নিয়ে বাদীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা সিভিল সার্জন অফিসে পাঠানোর আদেশ দেন।

এরআগে শনিবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার পশ্চিম চিলা গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।

মামলার আসামি হলেন- একই উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামের নুরু মৃধার ছেলে শামীম মৃধা।

মামলার বাদী বাংলানিউজকে বলেন, শামীম দীর্ঘদিন ধরে আমার সঙ্গে প্রেম করছেন। একপর্যায়ে তিনি আমাদের বাড়িতে যাতায়াত শুরু করেন। পরে শনিবার রাত ১১টায় তিনি আমাদের বাড়িতে এসে আমাকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল্লাহ বাংলানিউজকে বলেন, আদালতের আদেশ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।