ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

পরীক্ষা দেওয়া হলো না বৈশাখীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪৬, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
পরীক্ষা দেওয়া হলো না বৈশাখীর

লালমনিরহাট: পরীক্ষা দেওয়া হলো না বৈশাখী আক্তার নামে এক এসএসসি পরীক্ষার্থীর। পরীক্ষা দিতে যাওয়ার সময় ঘাতক ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছে সে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ উপজেলার কাকিনা রেল ক্রসিং এলাকায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয় বৈশাখী। দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেলার আদিতমারী উপজেলার তালুক পলাশী গ্রামের সাবেক ইউপি সদস্য তোফাজ্জল হোসেনের মেয়ে বৈশাখী এবার কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল।

ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল বাসেদ হারুন বাংলানিউজকে জানান, সকালে বাড়ি থেকে মামার সঙ্গে মোটারসাইকেলে করে কালীগঞ্জ কেইউপি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিল বৈশাখী। পথে কাকিনা রেল ক্রসিং এলাকায় বুড়িমারীগামী একটি ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা দিলে বৈশাখী ছিঁটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বাংলানিউজকে জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে।


বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।