ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় জমিতে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৩৪, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
ব্রাহ্মণবাড়িয়ায় জমিতে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৬

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মিরহাটি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

আহতরা হলেন- মোশারফ (৩৫), উজ্জ্বল (২৫), মাহফুজ (২৮),  আতিকুল (৩০), রমজান (২৯) ও নজরুল (৩২)।

তাদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানান, শনিবার বিকেলে মিরহাটি এলাকার নোয়াবাড়ির গিয়াস মিয়া জমিতে সেচ দিতে যান। এসময় পাশের পাঠানপাড়ার খন্দকার বাড়ির রাসেলের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এর জের ধরে রোববার সকালে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের ছয়জন আহত হন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।