ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই

কুমিল্লা: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। মানসম্মত শিক্ষাই সরকারের প্রত্যাশা।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ছাদিম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মা, অভিভাবক ও শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

গণশিক্ষা মন্ত্রী বলেন, শিক্ষকদের সমস্যার কথা চিন্তা করে বর্তমান সরকার সময়োপযোগী এবং প্রত্যাশার অতিরিক্ত বেতন-ভাতা দিচ্ছে।

শিক্ষকদের দরদ দিয়ে শিক্ষার্থীদের সঠিক শিক্ষা দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি, যশোর-২ আসনের সংসদ সদস্য মনিরুল ইসলাম মনির, কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মো. সুলতান মিয়া প্রমুখ।

এরঅাগে, মন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ৭৬ লাখ টাকা অর্থায়নে মাধাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত দ্বিতল ভবন উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।