ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

কুষ্টিয়ায় বয়লার বিস্ফোরণে চাতাল শ্রমিক দগ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪০, নভেম্বর ১৯, ২০১৭
কুষ্টিয়ায় বয়লার বিস্ফোরণে চাতাল শ্রমিক দগ্ধ

কুষ্টিয়া: কুষ্টিয়ার খাজানগরে বয়লার বিস্ফোরণে হাবি খাতুন (৫০) নামে এক চাতাল শ্রমিক দগ্ধ হয়েছেন।

রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যায় দেশের বৃহত্তম চালের মোকাম খাজানগর-দোস্তপাড়া মণ্ডল রাইচ মিলে এ ঘটনা ঘটে।

দগ্ধ হাবি খাতুন দৌলতপুর উপজেলার চরভবানিপুর এলাকার মহাম্মদ আলীর স্ত্রী।

জানা যায়, সন্ধ্যার দিকে ওই শ্রমিক মণ্ডল রাইচ মিলে ধান ভাপ দেয়ার জন্য বয়লারে আগুন দিয়ে তাপ সৃষ্টি করছিলেন। হঠাৎ বিকট শব্দে বয়লারটি বিস্ফোরিত হয়। এ সময় হাবি খাতুনের শরীর বয়লারের গরম পানিতে ঝলসে যায়।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার বাংলানিউজকে জানান, দগ্ধ হাবি খাতুনের শরীরের প্রায় ৮০ ভাগ পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ১৯ নভেম্বর, ২০১৭/আপডেট: ২১০৫ ঘণ্টা
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।