ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

জাতীয় মৎস্য সপ্তাহের সব কর্মসূচি স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৪, জুলাই ২২, ২০২৫
জাতীয় মৎস্য সপ্তাহের সব কর্মসূচি স্থগিত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় মর্মান্তিক প্রাণহানির ঘটনায় সৃষ্ট পরিস্থিতিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানসহ সব কর্মসূচি স্থগিত করেছে সরকার।

মঙ্গলবার (২২ জুলাই) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. মামুন হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, ঢাকা উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সংঘটিত বিমান দুর্ঘটনায় মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নেয়।  

ফলে আগামী ২৩ জুলাই অনুষ্ঠেয় উদ্বোধন অনুষ্ঠানসহ জাতীয় মৎস্য সপ্তাহের পূর্বনির্ধারিত সব কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে জাতীয় মৎস্য সপ্তাহের নতুন তারিখ ও কর্মসূচি ঘোষণা করা হবে।

জিসিজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।