ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

মাইলস্টোন থেকে বের হয়েছেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৩, জুলাই ২২, ২০২৫
মাইলস্টোন থেকে বের হয়েছেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ক্যাম্পাসটিতে আটকা পড়েন আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব | ছবি: জিএম মুজিবুর

যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতর থেকে বের হয়েছেন আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শিক্ষাপ্রতিষ্ঠানটিতে পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে কলেজ ক্যাম্পাসের ভেতরে আটকা পড়েছিলেন তারা।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপদেষ্টা আসিফ নজরুল, সি আর আবরার, প্রেস সচিব শফিকুল আলম কলেজ পরিদর্শনে আসেন। সেখান থেকে বের হয়ে আসার সময় শিক্ষার্থীরা তাদের ঘিরে ধরে। এ সময় শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকে।

অবশেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হয়ে আসে দুই উপদেষ্টা ও প্রেস সচিব।

আন্দোলনরত শিক্ষার্থীরা ছয় দফা দাবি জানান। তাদের দাবিগুলো হলো—নিহত ব্যক্তিদের সঠিক নাম-পরিচয় প্রকাশ; আহত ব্যক্তিদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা; শিক্ষার্থীদের প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ; বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরোনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু এবং বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও কেন্দ্র সংস্কার করে আরও মানবিক ও নিরাপদব্যবস্থা চালু এবং শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলার ঘটনার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাওয়া।

জেডএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।