রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) দিনভর ভীড় করে উৎসুক জনতা। সন্ধ্যার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জনতাকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কলেজের সামনে থেকে উৎসুক জনতাকে সরিয়ে দিতে সক্রিয় হয় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিভিন্ন দিক থেকে আসা মানুষের ভিড় সামাল দিতে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় কলেজসংলগ্ন প্রধান সড়ক।
এর আগে সকাল থেকেই মাইলস্টোন কলেজে দুর্ঘটনাস্থল দেখতে ভিড় জমাতে থাকেন সাধারণ মানুষ। বিকেল গড়াতেই সেই ভিড় রূপ নেয় এক বিশৃঙ্খল পরিবেশে। কলেজের সামনের সড়কে দেখা যায় শত শত মানুষ মোবাইল ফোনে ছবি তুলছেন, ভিডিও করছেন, ফেসবুক লাইভ করছেন।
এর আগে মাইলস্টোন কলেজ পরিদর্শনে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরারস প্রধান উপদেষ্টার পরিষদের সদস্যরা। শিক্ষকদের সঙ্গে আলোচনার একপর্যায়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তারা। কলেজ ক্যাম্পাসেই তারা ঘণ্টাখানেক অবরুদ্ধ থাকেন।
গতকাল সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ১৬৪ জন।
আরকেআর/এমজে