ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

হবিগঞ্জে গাছচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫১, নভেম্বর ১৯, ২০১৭
হবিগঞ্জে গাছচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামে গাছ চাপায় মৃনাল কান্তি মণ্ডল (৩৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মৃনালের গ্রামের বাড়ি খুলনার বটিয়াখালি গ্রামে।

তিনি বেসরকারি সংস্থা (এনজিও)  ব্র্যাকে কর্মরত ছিলেন।

ব্র্যাক হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ ফিরুজ ভূঞা বাংলানিউজকে জানান, মৃনাল কান্তি মণ্ডল ব্র্যাক বানিয়াচং অফিসের কর্মসূচি সংগঠক ছিলেন। রোববার তিনি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছিলেন। ইকরাম গ্রামের একটি কেন্দ্র পরিদর্শন শেষে আরেকটি কেন্দ্র পরিদর্শনে যাচ্ছিলেন তিনি। পথে রাস্তার পাশের একটি গাছ উপড়ে তার মোটরসাইকেলের উপর পড়ে। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মুখলেছুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, তিনি দুর্ঘটনার খবর পেয়েছেন। তবে মরদেহ হবিগঞ্জ শহরে থাকায় বিস্তারিত অবগত নন।
 
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ১৯ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।